ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

রাতে মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজ-লিটনদের দ্বৈরথ দেখবে ক্রিকেটবিশ্ব

চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এই ম্যাচ দিয়েই আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের।


আসরে প্রথম তিন ম্যাচে দুই জয়। শুরুটা ভালোই হয়েছিল কলকাতার। তবে এরপরই খেই হারিয়ে ফেলে দুইবারের শিরোপা জয়ীরা। এরই মধ্যে টানা দুই ম্যাচ হেরে গেছে তারা। আর তাই জয়ে ফিরতে মরিয়া কেকেআর।


এ দিকে ফ্র্যাঞ্চাইটির হয়ে অভিষেকের অপেক্ষায় লিটন দাস। কলকাতার ম্যাচে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'চলমান টুর্নামেন্টে তৃতীয় জয় নিশ্চিত করার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লির মুখোমুখি হবে।'


অবশ্য দিল্লির বিপক্ষে লিটনকে একাদশে দেখা যাবে কি-না সেটা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও বিদেশি কোটায় খেলা ওপেনার রহমান উল্লাহ গুরবাজের সবশেষ তিন ম্যাচের পারফর্ম ভালো নয়। সেক্ষেত্রে দিল্লির বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকার সম্ভাবনায় বেশি আফগান এই ক্রিকেটারের।


গুরবাজ দলে সুযোগ না পেলেও লিটনের জন্য রাস্তাটা সহজ হবে না। কেননা কলকাতা শিবিরে রয়েছে আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। সে ক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট রয় নাকি লিটন কাকে খেলাবেন। সেটা জানতে হলে অবশ্য ম্যাচের আগ পর্যন্তই অপেক্ষা করতে হবে।

ads

Our Facebook Page